Recents in Beach

একজন বিশ বছরের ঈমানদার যুবক ও একজন কুমারী মেয়ের শিক্ষনীয় গল্প | Islamic Stories (ইসলামিক গল্প)


একজন বিশ বছরের ঈমানদার যুবক ও একজন কুমারী মেয়ের শিক্ষনীয় গল্প


একজন বিশ বছরের ঈমানদার যুবক ও একজন কুমারী মেয়ের শিক্ষনীয় গল্প | Islamic Stories (ইসলামিক গল্প)
একজন বিশ বছরের ঈমানদার যুবক ও একজন কুমারী মেয়ের শিক্ষনীয় গল্প | Islamic Stories (ইসলামিক গল্প) 



একজন কন্যা বেটি ১টি কক্ষে গিয়ে কড়াঘাত করলে একজন কুঁড়ি বছর বয়সের যুবক বেরিয়ে আসলো। তারপর মেয়েটি বললো,আমি মাদরাসায় যাচ্ছিলাম। পথিমধ্যে আমার সঙ্গিদের হারিয়ে পথ ভুলে এইখানে এসেছি।আমাকে রাস্তা দেখিয়ে দিলে কৃতার্থ হব। যুবকটি বলল,আপনার গন্তব্য এখান থেকে পর্যাপ্ত দুরে । আপনি একেবারে অগ্রাহ্য এলাকায় এসেছেন। আজকে এ সময়ে আলয় পৌছা আপনার জন্য সম্ভব হবে না। আপনি বরং এখানে রাত্রি যাপন করেন । আগামীকাল আমি আপনাকে আপনার বাড়িতে পৌছে দিব ।

অগত্যা মেয়েটি রাত্রি যাপন করার সিদ্ধান্ত নিল। কামরায় যুবক একা। মেয়েটিকে বলল,আপনি আমার বিছানায় ঘুমান। আমি কামরার অপর প্রান্তে মাটিতে ঘুমাব । চাদর দিয়ে বিছানা হতে কামরার অবশিষ্ট অংশ পর্দা করলেন। মেয়েটি অতিশয় আতঙ্ক সন্ত্রস্ত হয়ে অবিরাম শরীর অচৈতন্য করে বিছানায় শুয়ে পড়লেন । শুধু আঁখি দুটি খোলা রেখে তা দিয়ে যুবকের গতিবিধি পর্যবেক্ষনে রাখলেন।

দেখলেন, যুবকটি মোমবাতি জ্বালিয়ে ১টি বই পড়ছেন। আচমকা বইটি অফ করে দিলেন ও নিজের একটি আঙ্গুল মোমবাতির আগুনে প্রায় ৫ মিনিট ধরে রাখলেন ! এভাবে তার সকল আঙ্গুলই পোড়াচ্ছিলেন ! এটি দেখে মেয়েটি আরো বেশিভীত বিহবল হয়ে পড়লেন ! কোন জীনের খপ্পরে পড়ল কি না, এ সংশয়ে তার ক্রন্দন চলে আসলো। তবুও তার আক্রমনের ভয়ে জোরে কাঁদতে পারছে না । এভাবে উভয়েরই বিনিদ্ররজনী কেটে গেলো ।

অতঃপর প্রভাতকালে যুবকটি মেয়েটিকে তার বাড়িতে পৌছে দিল। মেয়েটি বাড়িতে গিয়ে তার রাতের বৃত্তান্ত খুলে বলল। তবুও তার পিতা ঘটনাটি আশ্বাস করতে পারছিল না। ফলে তিনি পথিক বেশে যুবকের বাসায় এসে পথ ভুলে যাওয়ার কথা বলা হয়ে থাকে সহযোগিতা চাইলেন। এরপর তিনি দেখলেন,সত্যিই যুবকটির হাতের আঙ্গুলগুলো বাধা ছিল ।

 উনি এগুলি পুড়ে যাওয়ার কারন জিজ্ঞেস করলে,যুবক উত্তরে বলেন, গতরাতে আমার বাড়িতে একসুন্দরী কুমারী আশ্রয় নিয়েছিল। সেইম কক্ষে মেয়েটি আমার বিছানায় ঘুমানোর পর শয়তান আমার মনে কুমন্ত্রণা দিতে থাকে । ফলে খারাপ কাজের পরিণাম জাহান্নামের শাস্তির বিষয়টি হৃদয়ে স্বরণ রাখার জন্য আগুনে আঙ্গুল পুড়িয়েছি ! আল্লাহর কসম, শয়তানের কুমন্ত্রণাটি যেন আগুনে আঙ্গুল পুড়ানোর চেয়েও শক্তিশালী ছিল ! খোদা শেষ পর্যন্ত আমাকে সহযোগিতা করেছেন।.

ঘটনা শুনে মেয়ের পিতা তার বাড়িতে যুবককে আমন্ত্রন জানালেন। যুবকের সততায় আকৃষ্ট হয়ে তার ঐ সুন্দরী মেয়েকে যুবকের সঙ্গে শাদি দিলেন । ফলে আল্লাহর ভয়ে এক রাত্রের এনজয় বিসর্জন দেওয়ায়, খোদা তায়ালা বিনিময়ে তার অবিরাম জীবন এনজয় দ্বারা ভরে দিলেন । সত্যিই আল্লাহর সন্তুষ্টির জন্য কোন কয়েকটি পরিত্যাগ করলে, আল্লাহ তায়ালা বিনিময়ে তার চেয়েও উৎকৃষ্টতর বিষয় অৰ্পণ করেন।
ভাল লাগলে কমেণ্ট, শেয়ার ও ব্লগটি Follow করুন। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ