Recents in Beach

সূরা ফাতিহা | Islamic Stories

সূরা নং-১ > সূরা ফাতিহাঃ
=====================================
সূরা ফাতিহা | Islamic Stories
সূরা-ফাতিহা | Islamic Stories  


1.শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অধিক উৎকর্ষ দয়ালু।
2.যাবতীয় প্রশংসা রব তাআলার যিনি  সৃষ্টি জগতের পালনকর্তা।
3.যিনি নিতান্ত মেহেরবান এবং দয়ালু।
4.যিনি বিচার দিনের মালিক।
5.আমরা একমাত্র তোমারই উপাসনা করি ও একমাত্র তোমারই সহযোগিতা আশা করি।
6.আমাদেরকে ছলনাহীন পথ দেখাও,
7.সে সমস্ত লোকের পথ, যাদেরকে তুমি নেয়ামত সম্প্রদান করেছ। তাদের রাস্তা নয়, যাদের প্রতি তোমার গজব নাযিল হয়েছে ও যারা পথভ্রষ্ট হয়েছে।
=======================================
** নিজে পড়ুন, অন্যকে পড়তে হেল্প করুন  **

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ