জিনদের আবাসস্থল - সাপ বা ইঁদুরের গর্তে, পানিতে, ঝোপ ঝাড়ে, শৌচাগারে
হযরত বিলাল বিন হারিস বলেন , একদা আমি হুজুর (স.)-এর সাথে কোন এক স্থানে ভ্রমনে গেলাম । হুজুর (স.) প্রাকৃতিক প্রয়োজনে এক স্থানে গমণ করলে আমি পানির পাত্র নিয়ে গেলাম । সেখানে আমি কিছু লোকের শোরগোল শুনতে পেলাম । এই রকম শোরগোল আমি ইতিপূর্বে আর শ্রবন করিনি ।
প্রয়োজন শেষে হুজুর (স.) ফিরে এলে জিজ্ঞেস করলাম -ইয়া রাসূলাল্লাহ আমি আপনার পাশে মানুষের মতো ঝগড়ার আওয়াজ শুনতে পেলাম । মানুষের এ ধরনের দ্বন্দ্ব আমি প্রথমে আর কখনো শুনিনি । হুজুর (স.) তাকে বললেন , ‘‘আমার নিকট মুসলমান ও মুশরিক জিন ঝগড়া করছিল’’ । তারা আমার নিকট তাদের আবাস স্থলের আবেদন করে । আমি মুসলমান জিনকে লোকালয় এবং গিরি ও মুশরিক জিনকে খাড়ী, বন্ধুর এবং সমুদ্রোপকূলে বসবাসের জায়গা করে দিলাম ।
সাপের বা ইঁদুরের গর্তের মধ্যে জিনেরা বসবাস করে
হযরত আব্দুল্লাহ ইবনে সরজিছ (রা.) হতে বর্ণিত নবী করিম (স.) গর্তের মধ্যে পেশাব করতে নিষেধ করেছেন । লোকেরা হযরত কাতাদাহ (রা.)-এর নিকট প্রশ্ন করল যে , গর্তে পেশাব করা নিষেধ কেন ? জবাবে তিনি বলেন , গর্ত হচ্ছে জিনদের বসবাসের জায়গা । (আবু দাউদ)
জিনেরা পানিতেও বসবাস করে
হযরত আবু সাঈদ খুদরী (রা.) বলেন হযরত হাসান (রা.) এবং হযরত হোসাইন (রা.) শুয়েছিলেন । তাঁদের গায়ে চাদরও ছিল । চাদর দিয়ে শয়ন করাকে আমি মর্যাদা দিলাম । এভাবে শুয়ে থাকার রিজন জিজ্ঞেস করলে আমাকে জানানো হচ্ছে হে আবু সাঈদ তুমি কি জানো না যে, পানিতেও জিন্নাত বসবাস করে ।
কথিত বিদ্যমান যে, রাত্রিতে জিনেরা পানিতে বসবাস করে । এ জন্য রাতের বেলা পানিতে পেশাব করা ও গোসল করা উচিৎ নয় । কারণ ১টি মাখলুকের ( জিন্নাতের) কষ্ট হয়।
পানির ঝোপ ঝাড়ে জিন্নাত বসবাস করে
হযরত আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত, নবী করিম (স.) এরশাদ ফরমান-
অর্থাৎ: নবী করিম (স.) ঝোপ ঝাড়ে স্নান করতে নিষেধ করেছেন । জিজ্ঞেস করা হল কেন ? হুজুর (স.) ফরমালেন- তোমাদের কেউ এমন স্থানে গেল যেখানে কচি ঘাস রয়েছে এবং সেখানে পানি বুগলাতে থাকে, যেহেতু এগুলো তোমাদের ভাই জিনদের বসবাসের স্থান ।
খালি মাথায় শৌচাগারে যাওয়া নিষেধ ইবনে রিফয়াহ (র.) বলেন – খালি মাথায় শৌচাগারে যাওয়া অনুচিত। মাথায় দেয়ার মত কতিপয় না পেলে অন্ততপক্ষে স্বীয় জামার ১টি অংশ মাথায় রেখে দিবে ।
0 মন্তব্যসমূহ