Recents in Beach

বড় পীর আব্দুল কাদের জিলানী (রঃ) যে ভাবে শয়তানকে বোকা বানিয়েছিলেন - Islamic Stories


বড় পীর আব্দুল কাদের জিলানী (রঃ) যে ভাবে শয়তানকে বোকা বানিয়েছিলেন - Islamic Stories
বড়-পীর-আব্দুল-কাদের-জিলানী-(রঃ)-যে-ভাবে-শয়তানকে-বোকা-বানিয়েছিলেন - Islamic Stories 



একবার এক মরুপ্রান্তরে হযরত বড়পীর (রহ.) ভ্রমণ করছিলেন। ইবাদত-বন্দেগী ও ধ্যানসাধনার এক বিশেষ ক্ষণে অদৃশ্য থেকে আওয়াজ এলো!হে আবদুল কাদের আমি তোমার প্রতি সন্তুষ্ট। সাধনার দ্বারা তুমি আজ এমন এক পর্যায়ে উপনীত হয়েছ যে, আমি আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছি।

অতএব, অধুনা থেকে শরীয়তের কোন বিধান তোমার উপর বাধ্যতামূলক নেই। তুমি উপাসনা কর বা না কর, এতে কয়েকটি আসবে যাবে না। যে কোন ধরনের কাজে তুমি অধুনা হতে স্বাধীন।

এ ধরনের কথা শুনে হযরত জিলানী(রহ.)খুব দৃঢ়তার সাথে ‘লা-হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ’ পড়লেন। অদৃশ্য আওয়াজটি অফ হয়ে গেল। তিনি বলতে লাগলেন হে অভিশপ্ত শয়তান, তোর কুমন্ত্রণা হতে আমি আল্লাহর আশ্রয় আশা করি।
তোর এ প্রস্তাব শুনা মাত্রই আমি বুঝতে পেরেছি যে, এই তোর ভয়াবহ কৌশল। আমকে পথচ্যুত করার এক সাংঘাতিক কূটচাল। কেননা, পবিত্র কোরআনে আছে, খোদা কোন মানব সন্তানের সাথে সরাসরি ভাবে কথা বলেন না।

তাছাড়া সাধনার কোন পর্যায়েই ইবাদত-বন্দেগীর দায়িত্ব কারো উপর হতে তুলে নেয়া হয় না। শরীয়ত লঙ্ঘন করার আদেশ স্রষ্টা কক্ষনো কোন ব্যক্তিকে দেন না।
তোর আওয়াজ শোনামাত্রই আমি বুঝতে পেরেছি যে, এমন বাক্য আল্লাহর পক্ষ হতে আসতে পারে না। এ নিশ্চয়ই শয়তানের কৌশল।

এ কথা শুনে শয়তান বলল, এই ধরনের কথা বলা হয় এর আগে আমি এ প্রান্তরেই অন্তত ২৭ জন সাধকের বিনাশ করেছি। আজ আপনি নিজস্ব প্রজ্ঞা, নলেজ ও উচ্চপর্যায়ের সাধনাবলেই রক্ষা পেয়ে গেলেন, হে যুগশ্রেষ্ঠ ওলী।

তখন এই কথা শুনে হযরত জিলানী (রহ.) আবার পড়লেন ‘লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ’। অর্থাৎ আল্লাহর খাস রহমত ছাড়া বুদ্ধিমান ভণ্ড শয়তান হতে বেঁচে থাকার কোন শক্তি এবং ক্ষমতা আমার নেই।

শয়তানের প্ররোচনা হতে রক্ষা পাওয়ারও দোয়া আল্লাহর প্রিয় নবী (সা.) আমাদের শিক্ষা দিয়ে গিয়েছেন। হযরত জিলানী (রহ.) এ দোয়া পড়ে বলতে লাগলেন, ঘটনার শেষ ভাগে এসে তুই আমাকে নিউ করে আবার  দেয়ার ট্রাই করছিস হে বিতাড়িত শয়তান।

তুই বুঝাতে চাইছিস যে, আমার জ্ঞান এবং প্রজ্ঞার দ্বারা আমি রক্ষা পেয়েছি। তা সত্ত্বেও আমি যে দোয়াটি পড়েছি, এতে বলা আছে ‘আল্লাহর হেল্প এবং করুনা ছাড়া রক্ষার কোন উপায় বান্দার নেই।

এ মন্তব্য শুনে শয়তান বলল, সত্যিই আপনি আল্লাহর প্রকৃত খাস বান্দা। কোনভাবেই আমি আপনাকে খোদাবিমুখ করতে পারলাম না। একথা বলে শয়তান ব্যর্থ হয়ে সরে সরে গেল।

ভালো লাগলে সবার সাথে শেয়ার করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ