যে সময়ে জান্নাতের দরজা খোলা থাকে
![]() |
যে -সময়ে -জান্নাতের -দরজা -খোলা-থাকে - Islamic Stories |
জান্নাতি ব্যক্তিদের জন্য জান্নাতের দরজা খুলে রাখা হবে। জান্নাতের দরজাগুলো থেকে তার যোগ্য
ব্যক্তিদেরকে অভ্যর্থনা করা হবে। জান্নাতের দরজা খুলে রাখা প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ‘ইহা হলো
স্মরণীয় ব্যাপার এবং পরহেজগারদের জন্য চমৎকার আবাসস্থল। জান্নাতে আদন যেটার দরজাগুলো খোলা থাকবে। (সুরা সোয়াদ : আয়াত ৪৯-৫০)
Watch the video below
www.facebook.com/MappilaMedia
https://www.facebook.com/fathimamedia/videos/735330143494680/?t=1
হাদিসের বর্ণনা থেকে জানা যায় যে, নির্ধারিত কিছু দিন ও বিশেষ কয়েকটি সময়ে দুনিয়ার জন্য জান্নাতের দরজা খুলে দেয়া হয়। সে সময় দুনিয়ায় বসেই মানুষজন জান্নাতি আবহ অনুভব করে থাকে। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে, রাসুলু্ল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘জান্নাতের দরজাসমূহ সোমবার ও বৃহস্পতিবার খুলে দেয়া হয়। আর ঐ বান্দাকে মাফ করে দেয়া যারা আল্লাহর সঙ্গে কাউকে শরিক করে নাই। তা সত্ত্বেও ঐ ব্যক্তি ব্যতিত যে তার ভাইয়ের ও তার মাঝে শত্রুতা রাখে।
(মুসলিম)
অন্য হাদিসে এসেছে, হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ‘যখন রমজান মাস প্রবেশ করে তখণ জান্নাতের দরজা খুলে দেয়া হয় আর জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেয়া হয় এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। (বুখারি মুসলিম) হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বলা হয়েছে উনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘তোমাদের ভিতরে কেউ যখন পূর্ণভাবে ওজু সমাপ্ত করে এরপর বলবে- ‘আশহাদু আল-লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আ’বদুহু ওয়া রাসুলুহু’; সেই সময় তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেয়া হয়; সে যে দরজা দিয়ে বাসনা জান্নাতে প্রবেশ করবে। (মুসলিম)
পরিশেষে... স্রষ্টা তাআলা মুসলিম উম্মাহকে দুনিয়ায় বেহেশতি পরশ লাভ করতে ওজুর পর কালিমা শাহাদাত পাঠ করার তাওফিক উৎসর্গ করুন। বারবার পবিত্র রমজান মাস দান করুন এবং প্রত্যেক সোমবার ও বৃহস্পতিবার বহু বেশি নেক আমল করার তাওফিক বিতরণ করুন।
আমিন।
0 মন্তব্যসমূহ