নবীজির মৃত্যুর সময় জিবরাইল এসে কী বলেছিলেন?
নবীজির মৃত্যুর সময় জিবরাইল আসলেন, এসে নবীজিকে সালাম দিলেন, আর বল্লেন হে আল্লাহ‘র রাসুল। আল্লাহ আপনাকে আদাব দিয়েছে, আর জানতে চেয়েছে আপনি কিরকম আছেন, আল্লাহ সকল জানেন তার পড় এবং আপনার মুখ হতে জানতে চেয়েছেন আপনি কেমন আছেন, নবীজি বল্লেন আমি বড়ই কষ্টের ভিতর আছি, অসুস্হ আছি, জিবরাইল বললো, ইয়া রাসুলল্লাহ একজন নব ফেরেস্তা এসেছে আজ আমার সাথে, যে ফেরেস্তা কোন মানুষের নিকট আসার জন্য কোন দিন পারমিশন চায় নাই, আর কোনদিন পারমিশন চাইবে ও না, শুধুমাত্র আপনার পারমিশন চায় আপনার নিকট প্রবল বৃষ্টিপাত জন্য, আর সে ফেরেস্তার নাম মালাকুল মউত, মালাকুল মউত রাসুলের সম্মতি নিয়ে রাসুলের জাসান মোবারকের কাছে এসে আদাব দিলেন, বললেন ইয়া রাসুলল্লাহ আদম (আঃ) হতে শুরু করে এই পর্যন্ত আমি যত মানুষের জান কবচ করেছি, আর কেয়ামত পর্যন্ত যত মানুষের জান কবচ করবো কারো কাছে পারমিশন চাইনি আর প্রার্থনা এবং আমার লাগবে না, অথচ আজকে আসার সময় আল্লাহ বলেছেন আমি যেন আপনার পারমিশন চাই, নবীজি বললেন মালাকুল মউত আমি যদি পারমিশন না দেই? মালাকুল মউত বলা হয়ে থাকে ইয়া রাসুলল্লাহ খোদা বলেছেন যদি পারমিশন না পাও ফিরে এসো।
0 মন্তব্যসমূহ